রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্যাম্পাসসংলগ্ন খাবারের দোকানগুলোতে খাদ্য নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।শনিবার (৮ নভেম্বর) হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এই কর্মসূচি পরিচালনা করা হয়।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর থেকে কাজলা পর্যন্ত প্রায় ১০টি খাবার দোকানে এই সচেতনতা কর্মসূচি পরিচালনা করা হয়। এতে নিরাপদ খাদ্য প্রস্তুত, পরিবেশন ও সংরক্ষণ পদ্ধতি, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং খাদ্য দূষণ প্রতিরোধের বিষয়ে দোকানদারদের সচেতন করা হয়।
খাদ্য নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে সংগঠনের সহ-সভাপতি আহসান হাবিব বলেন, আগামীতে এই উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। প্রশাসনের সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সংগঠনের সভাপতি মো. আরিফুর ইসলাম বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আমরা নিয়মিত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো। সুস্থ থাকতে যেমন নিরাপদ খাদ্য প্রয়োজন, তেমনি অসুস্থতার অন্যতম কারণও হচ্ছে খাদ্য। তাই সবাইকে খাদ্য সচেতন হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মিডিয়া সমন্বয়কারী মো. শিহাব হাওলাদার, ইভেন্ট ব্যবস্থাপনা ও ক্যাম্পেইন সমন্বয়কারী উৎসব কুণ্ডু, যোগাযোগ সমন্বয়কারী আদিত্য বিশ্বাস বকুল, নির্বাহী সদস্য সুইটি ও আয়েশাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর