রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উন্নয়ন ফি বাবদ ৫০ টাকার অযৌক্তিক ফি বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। রোববার (৯ নভেম্বর) সকালে উপাচার্যের কাছে এই স্মারকলিপি দেন ১৭ টি হল সংসদগুলোর সহ-সভাপতিরা (ভিপি)।
স্মারকলিপিতে বলা হয়েছে, পূর্ববর্তী প্রশাসনের সময় "স্বাক্ষর ফি” বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা প্রদানের একটি নিয়ম চালু করা হয়েছিল। পরবর্তীতে সেই 'ফি' কে "হল উন্নয়ন ফি" নামে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে। এই 'ফি' বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক বলে প্রতীয়মান হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উপর এমন অযৌক্তিক আর্থিক চাপ আরোপ কোনোভাবেই যৌক্তিক বা কাম্য নয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর