রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলার ঘটনা প্রতিবাদে রাজশাহী - ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট সংলগ্ন এই মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
এসময় তারা, ‘সন্ত্রাসীরা দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘সন্ত্রাসীর আস্তানা ভেঙে দাও’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘রাকসু কী করে, আমার ভাই মেডিকেলে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার সময় তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারী দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায়, ফিন্যান্স বিভাগের ২০২১-২১ শিক্ষাবর্ষের আল ফারাবী, ২০২৩-২৪ বর্ষের তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মিনহাজ গুরুতর আহত হন। আহত বখশী রাবি মেডিকেল সেন্টার এবং ফারাবী ও মিনহাজ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
আন্দোলনকারী শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করলে আন্দোলন আরও কঠোর হবে। পুলিশ ফাঁড়ির পাশেই এমন ঘটনা ঘটল, অথচ তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি—এটা অগ্রহণযোগ্য। ক্যান্টিন কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ ডিলিট করেছে, তাই ক্যান্টিনটি বন্ধ করতে হবে। আর ১০ বার ফোন করার পরও রাকসুর ভিপি আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাঁর এমন আচরণে আমরা নিন্দা জানাই।’
ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী রেদওয়ানুল হক ইমন বলেন, গতকালকে আমার ফ্রেন্ড ফারাবি এবং আমার ছোট ভাই বকশি ২৩-২৪সেশন ওদের দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ আমাদের কোনো হেল্প করে নাই। কাজলা ক্যান্টিনে যে যাওয়ায় নেয়া হয়ছে সেটা সিসি ক্যামেরা রিসেট করে দেওয়া হয়েছে। এটা আগে থেকে পূর্ব পরিকল্পনা ছিল। কাজলা গেইটে চারটা সিসি ক্যামেরা সেটাও ভাঙা ছিল। যখন ঘটনা ঘটে তখন রাকসুর প্রতিনিধি ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং চেষ্টা করছে অপরাধীদের ধরার। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের শান্ত করতে প্রশাসন কথা বলছে।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর