স্মরণকালের ভয়াবহ ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার দশ দিন পর আবারও কেঁপে উঠল রাশিয়া। শনিবার (৯ আগস্ট) কুরিল দ্বীপপুঞ্জে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে এর উৎপত্তি হয়। তবে ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ৩০ জুলাই রাশিয়ায় আঘাত হানে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প। ওই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্তত ১৪টি দেশে সুনামি সতর্কতা জারি হয়। সেদিন ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় চার মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়।
উল্লেখ্য, কুরিল দ্বীপপুঞ্জ ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় সেখানে মাঝেমধ্যেই মাঝারি থেকে তীব্র মাত্রার ভূকম্পন অনুভূত হয়।