• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রিয়ালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি: অল হোয়াইটদের বিপক্ষে প্যারিসিয়ান চমক

খেলাধুলা ডেস্ক
প্রকাশিত জুলাই ১২, ২০২৫, ১৮:২৯ অপরাহ্ণ
রিয়ালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি: অল হোয়াইটদের বিপক্ষে প্যারিসিয়ান চমক
সংবাদটি শেয়ার করুন....

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) কে বড় ব্যাবধানে হারিয়ে আরেকবার প্রমাণ করলো সেরা ইউরোপিয়ান রো দল। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে নিয়ে এক প্রকার ছেলেখেলাই করল উয়েফা চ্যাম্পিয়নস লীগের শিরোপা জয়ীরা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৭৭ হাজার দর্শকের প্রায় ৯৫ শতাংশই ছিল অল হোয়াইটদের সমর্থক। অঘোষিত সেই অ্যাওয়ে ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের ৪ গোল দিয়ে ফাইনালে পৌঁছে গেছে ফরাসি জায়ান্ট ক্লাবটি।

নতুন আঙ্গিকের এই ক্লাব বিশ্বকাপের শেষ চারের দ্বিতীয় ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত ছিল সবাই। ফাইনালের আগেই ম্যাচটি ছিল প্রতিযোগিতার সবচেয়ে বড় ম্যাচ। তবে ম্যাচটি হয়েছে একপেশেই, পাত্তাই পায়নি ১৫ বারের ইউরোপ সেরারা। পুরো ম্যাচে ৬৯ শতাংশ বল নিজেদের পায়ে রাখা পিএসজি গোলের দিকে ১৭টি শটের মধ্যে ৭টি রাখে লক্ষ্যে। রিয়ালের ১১টির মধ্যে লক্ষ্যে থাকে স্রেফ ২টি শট। চোটের কারণে এদিন মাঠের বাইরে ছিলেন অল হোয়াইটদের দুই ডিফেন্ডার ডিন হাউসেন ও ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ড। সে কারণে রক্ষণে অনেকটাই ভুগেছে রিয়াল। ম্যাচের নবম মিনিটের মধ্যেই দুবার জাল খুঁজে নিয়ে গ্যালারি স্তব্ধ করে দেয় প্যারিসিয়ানরা। রাউল আসেনসিওর ভুল থেকে ষষ্ঠ মিনিটে প্রথম গোলটি করেন ফাবিয়ান রুইজ। তিন মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করেন মৌসুমের ব্যালন ডিঅরের জোর দাবিদার উসমান দেম্বেলে। এই নিয়ে চলতি মৌসুমে তার গোলসংখ্যা ৩৫। দুর্দান্ত এক পাল্টা আক্রমণে ২৪তম মিনিটে আরেকবার লক্ষ্যভেদ করেন রুইজ। চলতি টুর্নামেন্টে প্রথমবারের মতো শুরুর একাদশে নামা কিলিয়ান এমবাপ্পের শট রুখে দেন পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। সেখান থেকেই বল নিয়ে জাল খুঁজে নেয় লীগ ওয়ান চ্যাম্পিয়নরা। সময় যত গড়িয়েছে, পিএসজি খেলোয়াড়দের প্রতি মুগ্ধতায় কড়তালিও দিয়েছে রিয়াল সমর্থকরা। বিরতির পর মাঠে ফিরে অফসাইডের কারণে বাতিল হয় দিজিরে দুয়ের গোল। ৬৪ ও ৬৫ মিনিটে শাবি আলোনসো তুলে নেন দলের দুই মহাতারকা জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস জুনিয়রকে। নির্ধারিত সময়ের মিনিট তিনেক আগে দলের শেষ গোলটি করেন গনসালো রামোস। লস ব্লাঙ্কোসদের হয়ে এটিই শেষ ম্যাচ হয়ে থাকল লুকা মদরিচের জন্য। ক্লাব বিশ্বকাপ শেষ হবার পর চিরচেনা আঙিনা ছাড়ার ঘোষণা তিনি আগেই দিয়ে রেখেছেন। আগামী রোববার রাত ১টায় ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করবে চেলসি ও পিএসজি।