লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে।
ত্রিপলীর বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে দূতাবাস।
লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় আগামী ২৩ অক্টোবর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
ইতিমধ্যে তালিকাভুক্ত অভিবাসীদের ১৯ অক্টোবর দূতাবাসে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া তাদের আগামী ২২ অক্টোবর দেশে ফেরার পূর্ণ প্রস্তুতিসহ দূতাবাস প্রাঙ্গণে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস প্রাঙ্গণে উপস্থিতদের পরবর্তীতে লিবিয়া সরকারের অভ্যর্থনা কেন্দ্রে (নির্দিষ্ট হোস্টেল) নিয়ে যাওয়া হবে। অভ্যর্থনা কেন্দ্রে রাত্রিযাপনের পর ২৩ অক্টোবর নির্ধারিত সময়ে সরকারি ব্যবস্থাপনায় মেতিগা বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর