
আগামী শনিবার (২২ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছাবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণেই তার এ সফর। ভুটানের সরকারপ্রধান প্রথম দিনই প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। প্রতিনিধিদলের বৈঠকের আগে দুই নেতার একান্ত আলাপও হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সফরকালীন দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিন দিনের সফর শেষে তিনি আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর