শান্তিপূর্ণভাবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি কমপ্লেক্সে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স-২০২৫-এর সনদ প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচন এখন সামনে এবং ঘোষণা অনুযায়ী আমরা ফেব্রুয়ারির প্রথম দিকে ভোটের জন্য প্রস্তুত। এজন্য সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমর্থন অত্যন্ত প্রয়োজন। তিনি আরো উল্লেখ করেন, এটি একটি বিস্তৃত প্রচেষ্টা—অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি থেকে নির্বাচনী প্রক্রিয়ার দিকে যাত্রা। এই নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও মিলনের আবহ তৈরি করবে, যেখানে মানুষ তাদের আশা ও প্রত্যাশা প্রকাশ করতে পারবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর