
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান। তিনি বলেন, “আমরা শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি—এই চারটি প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছি। শাপলা কলি প্রতীক দেওয়া হলে এনসিপি সেটিই নেবে। তৃণমূল পর্যায় থেকেও শাপলা কলিকে ইতিবাচকভাবে নেওয়া হয়েছে।” নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর