• ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন — চ্যাম্পিয়ন কাগজপুকুর ক্রীড়া সংস্থা

যশোর, শার্শা
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন — চ্যাম্পিয়ন কাগজপুকুর ক্রীড়া সংস্থা
সংবাদটি শেয়ার করুন....

যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর সোনামুখী মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল খেলা। রোমাঞ্চকর এই খেলায় কাগজপুকুর ক্রীড়া সংস্থা ৩–০ গোলে গয়ড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের ট্রফি জয় করে নেয়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা জনাব নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, আব্দুল মজিদ, সহিদ আলী, সাহেব আলী, মিয়াদ আলী, আসাদুজ্জামান সাগর, আব্দুল কাসেম, ইয়াকুব আলী, ওমর আলী, ও সাহেদ আলী সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টুর্নামেন্টটি আয়োজনে সহযোগিতা করে বুজতলা ক্রীড়া সংঘ, বেনাপোল, এবং কাগজপুকুর ক্রীড়া কমিটি।
আয়োজক কমিটির সভাপতি ছিলেন মোঃ আমিরুল ইসলাম।

⚽ স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত এই টুর্নামেন্ট শার্শা অঞ্চলে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।