• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৬০০০ রান করলেন রুট!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ণ
শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপেই ৬০০০ রান করলেন রুট!
সংবাদটি শেয়ার করুন....

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৬০০০ রানের মাইলফলকে পৌঁছেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার জো রুট। ওভালে ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি গড়েন তিনি।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪০তম ওভারে মোহাম্মদ সিরাজকে বাউন্ডারি মারার মাধ্যমে ২৮ রানে পৌঁছান রুট। ওই শটেই ডব্লিউটিসিতে তার মোট রান ৬০০০ পূর্ণ হয়। প্রথম ইনিংসে তিনি করেন ২৯ রান, ফলে দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ছিল ২৫ রান।

ডব্লিউটিসির ইতিহাসে রুটই এখন পর্যন্ত একমাত্র ব্যাটার যিনি এই রানের মাইলফলক ছুঁয়েছেন। এটি ছিল তার ৬৯তম টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এই তালিকায় তার পরেই আছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, বেন স্টোকস এবং ট্রাভিস হেড। রুটের এই রানের মাঝে রয়েছে ২০টি শতক এবং ২২টি অর্ধশতক, যেখানে তার ব্যাটিং গড় ৫২-এরও বেশি।

শুধু এই রেকর্ড নয়, চলমান ভারত সিরিজেও ব্যক্তিগত বেশ কিছু মাইলফলক স্পর্শ করেছেন জো রুট। ম্যানচেস্টার টেস্টে তিনি রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হয়েছেন। পাশাপাশি কুমার সাঙ্গাকারার ৩৮টি সেঞ্চুরির পাশে নিজের নাম বসিয়ে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরি করা ব্যাটারও হয়েছেন তিনি।

বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। ওভালের শেষ টেস্টে জয়ের জন্য কঠিন লক্ষ্য তাড়া করছে স্বাগতিক দল। এই ইনিংসে রুট আউট হওয়ার আগে করেন ১০৫ রান। পঞ্চম দিনে জয় নিশ্চিত করতে ইংল্যান্ডের প্রয়োজন ৩৫ রান, হাতে রয়েছে ৪টি উইকেট।