• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই গণহত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
সংবাদটি শেয়ার করুন....

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ১৭ আগস্ট চতুর্থ দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। সেদিন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আব্দুস সামাদ সাক্ষ্য দেন। এরপর মিজান নামে আরেকজন সাক্ষী ও খুলনার শিক্ষার্থী নাঈম শিকদার ৮ম সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করেন।

একই সঙ্গে সাক্ষ্য দেন জুলাই-আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় ৬টি লাশ পোড়ানোর ঘটনায় জীবিত উদ্ধার হওয়া শিক্ষার্থী শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা। এ সময় তিনি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।