• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫, ১৩:৪৫ অপরাহ্ণ
শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
সংবাদটি শেয়ার করুন....

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজকের কার্যক্রমে আরও দুইজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিচ্ছেন। এর আগে আদালতে হাজির করা হয় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

এ পর্যন্ত তিনজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তারা আদালতে বলেন, জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তারা বিভীষিকাময় সেই সময়ের স্মৃতিও তুলে ধরেন।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর আদেশ দেয়।

এই মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক রয়েছেন।