• ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়”—মির্জা ফখরুলের কঠোর মন্তব্য

ঢাকা
প্রকাশিত জুলাই ২০, ২০২৫, ১৩:৪১ অপরাহ্ণ
শেখ হাসিনা জাতির কলঙ্ক, তাকে ক্ষমা নয়”—মির্জা ফখরুলের কঠোর মন্তব্য
সংবাদটি শেয়ার করুন....

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, তিনি মানবতার শত্রু, তিনি মানবজাতির কলঙ্ক। আজ রবিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

দুর্নীতি-সন্ত্রাসমুক্ত ও উদার গণতান্ত্রিক দেশ চায় বিএনপি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন। সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। তারা নতুন বাংলাদেশ চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতন থাকবে না। মানুষ স্বাধীনভাবে বাঁচবে।

তিনি বলেন, যারা গণঅভ্যুত্থান শহিদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। শহিদদের জন্য কিছু করতে না পারলে জাতি কখনো আমাদের ক্ষমা করবে না। নির্বাচন নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবে বলে আশা করি। গণতন্ত্রে ভিন্নমত থাকলে সবাইকে নিয়েই ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বিএনপি।