• ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সচিবালয়ে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫, ১৩:১১ অপরাহ্ণ
সচিবালয়ে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা
সংবাদটি শেয়ার করুন....

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো সচিবালয়ে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে তিনি সচিবালয়ে প্রবেশ করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাঁর এই আগমনকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়, যার সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজে।

নবনির্মিত মন্ত্রিপরিষদ ভবনের ১ নম্বর ভবনে এই প্রথম কোনো সরকারপ্রধানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর অধ্যাপক ইউনূস প্রথমবার সচিবালয়ে এসেছিলেন। সে সময় উপদেষ্টা পরিষদের বৈঠকটি হয় ছয় নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের পুরনো সভাকক্ষে। এবারের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নিজস্ব ভবনে, যা সচিবালয়ের প্রেস ক্লাব সংলগ্ন গেটের পাশেই অবস্থিত।