
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে সংক্ষিপ্ত পোস্টে তিনি লুটপাট বন্ধ করে প্রকৃতি রক্ষার আহ্বান জানান।
ফেসবুকে রুবেল লিখেছেন, ‘সিলেটের সাদা পাথর নেই তো হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও—প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথর লুটের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ ও পর্যটকরা ক্ষোভ প্রকাশ করছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে রুবেলের প্রতিক্রিয়া এসেছে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় পাথর উত্তোলনের মহোৎসব শুরু হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়ে চলছে এই লুটপাট।
ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য। পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পটটি মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। একই সঙ্গে সরকারও বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর