• ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সীমাহীন পাল্লার পরমাণু মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ১৭:১৩ অপরাহ্ণ
সীমাহীন পাল্লার পরমাণু মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি রাশিয়ার
সংবাদটি শেয়ার করুন....

রাশিয়া দাবি করেছে যে তারা তাদের পরমাণু শক্তিসম্পন্ন ক্রুজ মিসাইল ‘বুরেভেস্তনিক’ এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার জানান, দেশটি এখন এই অস্ত্র মোতায়েনের দিকে অগ্রসর হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন, ২১ অক্টোবর পরীক্ষার সময় বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার (৮,৭০০ মাইল) উড়ে প্রায় ১৫ ঘণ্টা আকাশে ছিল।

মস্কো বলেছে, ৯এম৭৩০ বুরেভেস্তনিককে পশ্চিমা সামরিক জোট ন্যাটো ‘এসএসসি-এক্স-৯ স্কাইফল’ নামে চিহ্নিত করে। রাশিয়ার দাবি, বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অপ্রতিরোধ্য এই ক্রুজ ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রটির পাল্লা সীমাহীন এবং এটি চলার পথ পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

রবিবার ইউক্রেন যুদ্ধের কমান্ড পয়েন্টে সামরিক পোশাকে উপস্থিত পুতিন বলেন, এটি এমন এক অনন্য অস্ত্র, যা বিশ্বের অন্য কোনো দেশের নেই। তিনি জানান, এক সময় কিছু রুশ বিশেষজ্ঞ বলেছিলেন যে এই অস্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু এখন এর “গুরুত্বপূর্ণ পরীক্ষা” সম্পন্ন হয়েছে।

গেরাসিমভ বলেন, মিসাইলটি পারমাণবিক শক্তিতে উড়েছে এবং এটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করেছে। এর পাল্লা কার্যত সীমাহীন এবং যেকোনো ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

এর আগে, পুতিন বুধবার স্থল, সমুদ্র ও আকাশপথে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর প্রস্তুতি ও কমান্ড কাঠামোর মহড়া তত্ত্বাবধান করেছিলেন। তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ শক্তির আধুনিকায়ন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যা অন্য যেকোনো পারমাণবিক শক্তিধর দেশের চেয়ে উন্নত।

বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় ৮৭ শতাংশ রয়েছে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস) অনুসারে, রাশিয়ার কাছে ৫,৪৫৯টি পারমাণবিক ওয়ারহেড এবং যুক্তরাষ্ট্রের কাছে ৫,১৭৭টি রয়েছে।