• ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ১৭:০৯ অপরাহ্ণ
সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন চলছে
সংবাদটি শেয়ার করুন....

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৬ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৫৭ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯১ ও ২০০৩ পয়েন্টে অবস্থান করছে। এ সময় লেনদেন হয়েছে প্রায় ৭৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

লেনদেনের এ সময়ে ১৬০টি কোম্পানির শেয়ারমূল্য বেড়েছে, ৯১টির কমেছে এবং ১১০টির দাম অপরিবর্তিত রয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— খান ব্রাদার্স, লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক, সিটি ব্যাংক, রবি, কে অ্যান্ড কিউ, প্রগতি লাইফ, সোনালি পেপার, প্রগতি ইন্স্যুরেন্স ও ওরিয়ন ইনফিউশন।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বেড়েছিল ১৫ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আরও ৮ পয়েন্ট বাড়ে এবং ১০টা ২০ মিনিটে আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৬৫ পয়েন্টে অবস্থান করে। সূচকের ধারা ছিল ঊর্ধ্বমুখী।

অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪২২ পয়েন্টে অবস্থান করে। সিএসইতেও সূচকের প্রবণতা ঊর্ধ্বমুখী ছিল।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে প্রায় ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এ সময়ে ১৩টি কোম্পানির শেয়ারমূল্য বেড়েছে, ৪টির কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে।