
পর্ন-তারকা যুগল আজিম ও বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। এদিন বিকেলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় দায়ের হওয়া মামলায় তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান।
রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিযুক্ত আজিম ও বৃষ্টিকে হাজির করা হয়। এ সময় তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল পাঁচটার দিকে রিমান্ড আবেদনের শুনানির জন্য এজলাসে হাজির করা হয়।
রবিবার রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন সংলগ্ন হাজীপাড়া এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা গেছে, ১৫ দিন আগে আজিম ও বৃষ্টি বান্দরবান এসে ফল ব্যবসার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন। এরপর তারা ওই বাসায় বসবাস করছিলেন। এলাকায় তাদের সঙ্গে কারও পরিচয় ছিল না। জরুরি কাজ ছাড়া তারা বাসা থেকে তেমন বের হতেন না।
সিআইডি জানায়, তারা পর্ন ভিডিও বানিয়ে তা আন্তর্জাতিক পর্ন সাইডে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন। সেখানে নতুন ভিডিওর লিংক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো। তারা বিভিন্ন গ্রুপে অন্যদেরও পর্ণ ভিডিও বানাতে উৎসাহিত করতেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর