• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১২:৪৯ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
সংবাদটি শেয়ার করুন....

সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে সেন্ট্রাল ডিসইনফরমেশন মনিটরিং সেল এবং সেন্ট্রাল কমিউনিকেশন সেল গঠনের পরিকল্পনা করছে সরকার। বুধবার বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়, যেখানে এই দুটি সেল গঠনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় মূলত পদায়ন, ট্রেনিং, নিরাপত্তা ইস্যু এবং সোশ্যাল মিডিয়ায় ডিসইনফরমেশন মনিটরিং করা—এই চারটি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তিনি বলেন, মিটিংয়ের একটি বড় কনসার্ন ছিল, সোশ্যাল মিডিয়ায় কোনো অপপ্রচার ছড়ালে তা কীভাবে দ্রুত ডিবাঙ্ক করা যাবে। অনেক সময় অপতথ্য শনাক্ত করতে বিলম্ব হয়, যা মাঝখানে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এজন্য একটি সেন্ট্রাল ডিসইনফরমেশন মনিটরিং সেল এবং একটি সেন্ট্রাল কমিউনিকেশন সেল গঠনের বিষয়টি আলোচিত হয়। শুধু শহর বা জেলা নয়, গ্রাম পর্যায়েও মানুষের কাছে যেন ফ্যাক্টচেকিং তথ্য পৌঁছায়, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বিশেষ গুরুত্ব দেন।