অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পিডিবিএফ-এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ নেই। স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগের মাধ্যমে যারা কর্মে যুক্ত হয়েছেন, তারা দেশ ও জাতির জন্য সম্পদ হয়ে উঠবেন।
শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত “পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর নবনিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, উৎকোচ কিংবা ঘুষ ছাড়াই আপনারা চাকরিতে যোগ দিয়েছেন। কর্মক্ষেত্রে এর প্রতিফলন ঘটিয়ে জনগণকে সেবায় সুন্দর অভিজ্ঞতা দেওয়ার আহ্বান জানাই। তিনি বলেন, জাতীয় চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হলো দারিদ্র্য বিমোচন। মাঠপর্যায়ে দারিদ্র্য হ্রাস ও উদ্যোক্তা সৃষ্টিতে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরেই পিডিবিএফ-এ দ্বিতীয় সর্বোচ্চ নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘ সময় পর এই প্রতিষ্ঠান নতুন জনবল পেয়েছে। বেকারত্ব দূরীকরণে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ, এজন্য প্রায় সব মন্ত্রণালয়ে শূন্য পদ পূরণের কার্যক্রম চলছে।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে পিডিবিএফ তিনটি পদে মোট ১,৬৬৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদে ১৫৫ জন, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ৩৩৫ জন এবং মাঠ কর্মকর্তা পদে ১,১৭৫ জন নিয়োগ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং স্বাগত বক্তব্য দেন পিডিবিএফ-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদ হাসান।
পরে উপদেষ্টা পাইকপাড়া সরকারি ডি-টাইপ কলোনির মডেল একাডেমিতে “বীর শহীদ আহনাফ গ্রন্থাগার” উদ্বোধন করেন। এ সময় স্কুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ আহনাফ এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হওয়ায় এটি সবার জন্য গর্বের বিষয়। নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ার পথে অবদান রাখতে হবে। তিনি যোগ করেন, “বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের দিকে যাবে না—এই হোক আমাদের অঙ্গীকার।”
উল্লেখ্য, বীর শহীদ আহনাফ আহমেদ ছিলেন বিএএফ শাহীন কলেজ, ঢাকার একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ এ শহীদ হন।