
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) নিয়ন্ত্রণমূলক নয়, বরং সেবামূলক সংস্থায় পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ‘নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, বিআরটিএকে সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের সচেতনতা বাড়াতে ১০ হাজার হেলমেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং চালকদের জন্য ভাতার ব্যবস্থাও করা হবে।
তিনি আরও বলেন, সড়কে ফিটনেসবিহীন যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নাগরিকদের ভোগান্তি কমাতে ও দুর্ঘটনা রোধে এসব যানবাহন সড়ক থেকে তুলে দেওয়া হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় নিহত বা ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে নির্দেশনাও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পরবর্তীতে বিআরটিএ নির্বাচিত দেশের ১৬ জন দক্ষ গাড়িচালককে পুরস্কৃত করা হয় এবং মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন অতিথিরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর