হল ছাড়তে শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করতে দেখা যাচ্ছে। পরপর দুইদিনের ৪ দফা ভূমিকম্পের পর সৃষ্ট জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে হলে থাকা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ভূমিকম্পজনিত আতঙ্কে প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীরা মোটামুটি স্বাগত জানালেও মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। অনেকেই মনে করেন, এমন পরিস্থিতিতে জোরপূর্বক হল ছাড়ার নির্দেশ কোনওভাবেই আবাসন সংকটের স্থায়ী সমাধান নয়। এই বাস্তবতায় বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের ঘোষণা স্থগিতসহ নিরাপদ আবাসনের দৃশ্যমান সমাধানসহ ৩ দফা দাবিতে কয়েকজন আবাসিক শিক্ষার্থী রাতভর ভিসির বাসভবনের সামনে অবস্থান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর