
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মো. এনাম উল্যা এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, প্রায় ৯ হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা একটি সুন্দর ও স্মরণীয় সমাবর্তন অনুষ্ঠানের প্রত্যাশা করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে। সমাবর্তন সফলভাবে আয়োজনের জন্য ইতোমধ্যে সমাবর্তন কমিটির অধীনে কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে।
গত ৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতিত্ব করার জন্য সানুগ্রহ অনুমোদন দিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর