• ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানান যড়যন্ত্র করে যাচ্ছেন : আমান

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১৮:১৮ অপরাহ্ণ
হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানান যড়যন্ত্র করে যাচ্ছেন : আমান
সংবাদটি শেয়ার করুন....

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, পাশের দেশে বসে শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা যড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি করা হচ্ছে। সুতরাং বিমানবন্দরে আগুনের ঘটনাটি কোনোভাবেই স্বাভাবিক নয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ’৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার ডেমোক্রেটিক লীগ-ডিএলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, এখনো শেখ হাসিনার প্রভাব ও প্রেতাত্মা সর্বত্র সক্রিয় রয়েছে। তাই এ ঘটনাসহ সব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আমরা পূর্ণ বিশ্বাস করি, ওই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন ঘিরে নানান ষড়যন্ত্র চলছে। নির্বাচন ঠেকাতে যারা ষড়যন্ত্র করবে, জনগণই তাদের প্রতিহত করবে। জনগণ এখন নিজেদের ভোটাধিকার ফিরে পেতে চায়— এত বছর তা থেকে তারা বঞ্চিত ছিল। তাই নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো লাভ নেই।