দিনাজপুরের হিলি সীমান্তে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া পাচার ঠেকাতে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ঈদের দিন থেকে ঈদের পর ৭ দিন পর্যন্ত কঠোর নজর দারিতে থাকবে হিলি সীমান্ত এলাকা। আজ সকালে মুঠোফোনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল দৌলা। তিনি বলেন, ‘চামড়া দেশের রপ্তানিযোগ্য একটি পণ্য। যেহেতু এবছর চামড়ার চাহিদা তুলনামূলক গত কয়েক বছরের থেকে বেশি রয়েছে,তাই বিভিন্ন দেশে সীমান্ত দিয়ে চোরা কারবারিরা যেন ভারতে অবৈধভাবে চামড়া পাচার করতে না পারে সেজন্য সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। শুধু কোরবানি পশুর চামড়া পাচার ঠেকাতে নয় সীমান্তে সবধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি সব সময় সর্তক অবস্থানে আছে এবং সব সময় থাকবে বলেও জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল দৌলা।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর