বর্তমান দুজনেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে ট্রাক জব্দ করেছে পুলিশ। বোচাগঞ্জ উপজেলার চিলাপাড়ায সড়ক দুর্ঘটনায় পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফাইদুল ও বাঁধন গুরুতর আহত। একজনের পা ও অপরজনের পাজর ভেঙ্গে গেছে। এলাকাবাসী ঢাকা মেট্রো -ট-১২-৪১২৫ নাম্বারের একটি সাধারণ পরিবহন ট্রাক আটক করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ট্রাক জব্দ করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর