
ইরান ১৫ বছরের গবেষণা ও প্রচেষ্টার পর সফলভাবে নিজস্ব প্রযুক্তিতে কার্গো বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। এই প্রক্রিয়ায় দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিমান শিল্পে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রেস টিভি ইরানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি তাদের নিজস্বভাবে তৈরি কার্গো বিমান সিমোর্গ-এর আনুষ্ঠানিক পরীক্ষামূলক ফ্লাইট শুরু করেছে। এই বিমানটি ইরানের কার্গো বিমান বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে।
গত মঙ্গলবার ইরানের মধ্যাঞ্চলীয় শহর শাহিন শাহর-এর একটি এয়ারফিল্ডে দেশটির প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রণালয়ের উপ-প্রধানদের উপস্থিতিতে সিমোর্গের পরীক্ষামূলক ফ্লাইটের উদ্বোধন করা হয়।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে, বিমান বহরে যোগদানের চূড়ান্ত অনুমতি পেতে সিমোর্গকে বিভিন্ন পরিস্থিতিতে মোট ১০০ ঘণ্টা সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর