• ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতিতে জিয়া সাইবার ফোর্সের জরুরি সভা, ঢাকা দক্ষিণে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৫, ১৩:০৭ অপরাহ্ণ
৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রস্তুতিতে জিয়া সাইবার ফোর্সের জরুরি সভা, ঢাকা দক্ষিণে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
সংবাদটি শেয়ার করুন....

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি এবং সাইবার কার্যক্রমকে আরও গতিশীল করতে জিয়া সাইবার ফোর্সের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ নভেম্বর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি কে এম হারুন অর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল তালুকদার রবি।

সভা শেষে ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। নবঘোষিত ৮ সদস্যের আহ্বায়ক কমিটির নেতৃত্বে থাকছেন—
আহ্বায়ক: মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নাসির উদ্দীন আহম্মেদ
সদস্য সচিব: মো. আজহারুল ইসলাম রুবেল
যুগ্ম আহ্বায়ক (১): জয়নাল হোসেন

সভায় সভাপতি কে এম হারুন অর রশীদ বলেন, “বিএনপির নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জিয়া সাইবার ফোর্সের সদস্যদের দায়িত্ব হবে ভ্রান্ত তথ্য প্রতিহত করা, গণতান্ত্রিক প্রচারণা জোরদার করা এবং বিভেদের দেয়াল দূর করে সবাইকে একসাথে কাজ করতে উদ্বুদ্ধ করা।”

নবনিযুক্ত আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, “৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছানো, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং নির্বাচনী প্রচারণায় আমরা অগ্রণী ভূমিকা পালন করব।”

এদিকে নবনিযুক্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মেদ বলেন, “বাংলাদেশের রাজনৈতিক ৮৩ ইউনিটের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ ১ নম্বর ইউনিট। আমরা জিয়া সাইবার ফোর্সের সবাইকে সঙ্গে নিয়ে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করব এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে পৌঁছাতে বদ্ধপরিকর।”