• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

‎৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ে নেওয়ার দাবি উত্তীর্ণদের

ক্যাম্পাস প্রতিনিধি, রাবি
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ১৯:২৩ অপরাহ্ণ
‎৪৭তম বিসিএস: লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ে নেওয়ার দাবি উত্তীর্ণদের
সংবাদটি শেয়ার করুন....

৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিখিত পরীক্ষার প্রস্তুতির  জন্য ‘যৌক্তিক’ সময়ের দাবি জানিয়েছেন উত্তীর্ণরা। ‎সোমবার (৩ নভেম্বর ) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উক্তির  শিক্ষার্থীরা।
‎‎এসময় তারা অভিযোগ করেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মাত্র দুই মাসের ব্যবধানে লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে ফার্স্ট টাইমারদের (প্রথমবার অংশগ্রহণকারী) প্রতি চরম বৈষম্য করছে। বাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “৪০ থেকে ৪৬তম বিসিএসের মধ্যে কোনো কোনো লিখিত পরীক্ষায় পিএসসি ৬ মাস, কোনো কোনো ক্ষেত্রে ৮ মাস কিংবা ১১ মাস পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু ৪৭তম বিসিএসের ক্ষেত্রে মাত্র দুই মাস সময় দিচ্ছে—যা ফার্স্ট টাইমারদের জন্য মারাত্মক বৈষম্যমূলক। এই স্বল্প সময়ে সিলেবাস বুঝতেই সময় ফুরিয়ে যাবে, অথচ যারা আগের বিসিএস (৪৫/৪৬তম)-এ লিখিত দিয়েছে, তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।”

‎তিনি আরও বলেন, “৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দ্বিতীয় ধাপে অতিরিক্ত ১০ হাজার প্রার্থী উত্তীর্ণ করায় রিটেন নিতে দেরি হয়। এর প্রভাব পড়ে ৪৭তম বিসিএসের ওপর। ফলে এই প্রিলি পরীক্ষা দুই ধাপে—২৭ জুন এবং ৮ আগস্ট অনুষ্ঠিত হয়, এবং সর্বশেষ ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সম্পন্ন হয়। ফল প্রকাশ হয় ২৮ সেপ্টেম্বর। অথচ মাত্র দুই মাস পর, অর্থাৎ ২৭ নভেম্বর থেকেই লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে পিএসসি। যা একেবারেই অযৌক্তিক।”

‎সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ৪৭তম বিসিএসের পাশাপাশি ৪৯তম বিসিএস প্রক্রিয়াও একই সময়ে চলমান থাকায় শিক্ষার্থীরা কোনটির ওপর মনোযোগ দেবে তা বুঝতে পারছে না। ৪৯তম বিসিএসের ভাইভা ২ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত চলবে, আর ৪৭তমের লিখিত শুরু হবে ২৭ নভেম্বর থেকে। অর্থাৎ ফার্স্ট টাইমারদের হাতে প্রস্তুতির জন্য থাকবে মাত্র ১৮ দিন।

‎তারা লিখিত বক্তব্যে আরও দাবি জানান, গত ৬টি বিসিএসের একটিতেও প্রিলি ও লিখিত পরীক্ষার মধ্যে ২০০ দিনের কম ব্যবধান ছিল না। তাই অন্তত চার মাসের ব্যবধান রেখে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার আহ্বান জানান তারা।

‎এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমান উল্লাহ আমান বলেন, “জুলাইয়ে বিসিএস কোটাবৈষম্য ইস্যুতে আন্দোলনের পরও এখনো এই ধরনের বৈষম্য চলমান থাকা অযৌক্তিক। আমরা প্রতিযোগিতার মাধ্যমে প্রথমবার প্রিলি উত্তীর্ণ হয়েছি, কিন্তু লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিচ্ছে না পিএসসি।”