ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন গত ৩০ জুলাই মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুতে গভীর শোকে ডুবে রয়েছেন এ চিত্রনায়িকা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার আবেগঘন পোস্টে বাবার স্মৃতিচারণ করেছেন তিনি। গতকাল ফের আরেকটি পোস্ট দিয়েছেন।
সেখানে মিষ্টি জান্নাত লেখেন, বাবা ছাড়া ৬ দিন যেন ৬ হাজার বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে।
সর্বশেষ পোস্টে তিনি উল্লেখ করেন, ‘শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম, ৬ দিন হলো আর ছুঁয়ে দেখি না। ৬ দিন মনে হচ্ছে ৬০০০ বছর।’
বাবাহীন জীবনকে অর্থহীন বলেই মনে করছেন তিনি।
তিনি লিখেছেন, ‘জীবন এমন কেন? আমি, আম্মু, আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না, আর পারব না হয়তো। কত মানুষের বাবা আছে, আমার বাবা নাই।’
বাবার অভাব যে কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়, সে কথাও তিনি উল্লেখ করেন। লেখেন, ‘কতদিন দেখি না বাবা তোমায়।
এত বাড়ি-গাড়ি, টাকা-পয়সা দিয়ে কী হবে? বাবাকে তো আর পাব না।’
২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় আত্মপ্রকাশ করেন মিষ্টি জান্নাত। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক।
গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন তিনি। তবে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি জানান, বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয়।