
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দুইটি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ। একইসঙ্গে নারীদের জন্য ১০০টি সংরক্ষিত আসন রাখার প্রস্তাবেও ঐকমত্য হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান সালাহউদ্দীন আহমেদ।
তিনি বলেন, ৭০ অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে ‘আস্থা ভোট’ ও ‘অর্থ বিল’ ছাড়া অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার বিষয়ে সব দল একমত হয়েছে।
সালাহউদ্দীন আহমেদ জানান, ‘আস্থা ভোট’ ও ‘অর্থ বিল’– এই দুটি বিষয়ে সাংবিধানিকভাবে ব্যতিক্রম থাকবে। তবে জাতীয় নিরাপত্তার মতো পরিস্থিতিতে সংসদ সদস্যদের স্বাধীনতা সীমিত থাকবে— এ বিষয়েও বিএনপি লিখিত প্রস্তাব দিয়েছে।
তিনি আরও বলেন, আলোচনা অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে যে, আস্থা ভোট ও অর্থ বিল দুটি বিষয় সনদে স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং সব দলের স্বাক্ষরে তা অনুমোদিত হবে। বাকি প্রস্তাবগুলো দায়িত্বপ্রাপ্ত হলে যুক্ত করা যাবে।
সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণ নিয়েও ঐকমত্যে পৌঁছানো হয়েছে বলে জানান বিএনপির এ নেতা। তিনি বলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, ইস্টিমেশন কমিটি ও পাবলিক আন্ডার টেকিং কমিটির মতো গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিগুলোতে সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দল পাবে।
নারীদের জন্য সংরক্ষিত ১০০টি আসন রাখার বিষয়ে দলগুলোর মধ্যে একমত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এই আসনগুলোর নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর