• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

৯২ রানেই অলআউট, তিন দশকের দর্প চূর্ণ পাকিস্তানের

পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ের ব্যতিক্রমী চিত্র উপস্থাপন করল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ণ
৯২ রানেই অলআউট, তিন দশকের দর্প চূর্ণ পাকিস্তানের
সংবাদটি শেয়ার করুন....

২৯৫ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও তার ধারেকাছেও পৌঁছাতে পারেনি, মাত্র ৯২ রানেই অলআউট হলো পাকিস্তান। আর তাতেই প্রায় সাড়ে তিন দশকের গর্ব ভেঙে গেল তাদের।

সিরিজনির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে হার দিয়ে সিরিজ শুরু করা ক্যারিবীয়রা শেষ পর্যন্ত লড়াই শেষ করল ২-১ ব্যবধানে জয় দিয়ে।

ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ পাকিস্তানকে সিরিজ হারিয়েছিল ১৯৯১ সালে। এরপর ১১টি সিরিজে কখনোই পাকিস্তানকে হারাতে পারেনি তারা। অবশেষে সেই খরা কাটল গত রাতে।

উইন্ডিজের হয়ে শাই হোপ ৯৪ বলে অপরাজিত ১২০ রান করেন। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও ১০টি চার। জাস্টিন গ্রিভসের সঙ্গে সপ্তম উইকেটে ৫০ বলে অপরাজিত ১১০ রানের জুটি গড়েন তিনি। গ্রিভস ২৪ বলে ৪৩ রান করেন। ৫০ ওভারে ৬ উইকেটে ২৯৪ রান তুলে ইনিংস শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে পাকিস্তান ব্যাটিংয়ে ধসে পড়ে। ২৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯২ রানে থামে তাদের ইনিংস। জেডেন সিলস ৭.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৬ উইকেট নেন। রান তাড়া শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান।

৯ ওভারের মধ্যে ২৩ রানে ৪ উইকেট হারায় তারা, যার মধ্যে তিন ব্যাটার শূন্য রানে আউট হন। ইনিংসের তৃতীয় বলেই সাজঘরে ফেরেন সাইম আয়ুব। রান না করেই আউট হন আব্দুল্লাহ শফিক। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও প্রথম বলেই সিলসের বলে বোল্ড হয়ে ফেরেন।