• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিনের সর্বশেষ অবস্থান কী?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ১৫:০৭ অপরাহ্ণ
মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিনের সর্বশেষ অবস্থান কী?
সংবাদটি শেয়ার করুন....

ভয়ংকর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে হারিকেন এরিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে, এটি ক্যাটাগরি ৫ শক্তিতে রূপ নিয়েছে, বাতাসের গতি ঘণ্টায় ২৫৫ কিলোমিটার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বর্তমানে ঝড়টি উত্তর লিউয়ার্ড দ্বীপের কাছে, অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

বার্তা সংস্থাটি বলছে, এ ঝড়ের কারণে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, সেন্ট বার্থেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা জারি হয়েছে। ঝড়ে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করছে।

ধারণা করা হচ্ছে, হারিকেন এরিন সরাসরি স্থলভাগে আঘাত হানবে না। তবে প্রবল ঢেউ, বিপজ্জনক স্রোত এবং উপকূল ক্ষয়ের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস, পরবর্তীতে বাহামা, বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। বিশেষ করে উত্তর ক্যারোলিনার উপকূলে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি রয়েছে।