• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের প্রামাণ্যচিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
আমাদের প্রামাণ্যচিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
সংবাদটি শেয়ার করুন....

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমাদের প্রামাণ্যচিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত। তিনি বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে ভারতীয় অনেক মিডিয়া অনেক আজেবাজে কথা লিখে।

আজ সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্যচিত্র দেখার পর তিনি এসব কথা বলেন ।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে শফিকুল আলম বলেন, এটা খুবই আনন্দের বিষয় এই যে, আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে ঢাকার বাইরে আছি, তারা জানান দিচ্ছে যে, জুলাই আন্দোলনের ইতিহাসে আমাদের সবার অংশগ্রহণ আছে।

আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা অগ্রগামী ছিল উল্লেখ করে প্রেস সচিব বলেন, ছাত্রীরাই বুলেটের সামনে সবার আগে দাঁড়িয়েছে। নব্বইয়ের আন্দোলনে ছাত্রীদের অংশগ্রহণ কম থাকলেও জুলাইয়ের আন্দোলনে তারা ছিল অগ্রভাগে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল।