• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শামীম রেজা সাভারের শীর্ষ মাদক-ব্যবসায়ী নেপথ্য নায়ক কে?

সাভার প্রতিনিধি
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
শামীম রেজা সাভারের শীর্ষ মাদক-ব্যবসায়ী নেপথ্য নায়ক কে?
সংবাদটি শেয়ার করুন....

সাভার রাজাশন পলান পাড়ায় রয়েছে তার প্রকাশ্য মাদকের ঘাটি।এছাড়াও চোরাইকৃত বিভিন্ন গাড়ি, মটর সাইকেল ও রিক্সা কেনা বেচা,চুরি ,ছিনতাই ,ডাকাতি, নারী -ব্যবসা এবং নারী পাচার করে আসছে দীর্ঘদিন।

থানা পুলিশ ডিবি সবাইকে মাসোহারা দিয়ে এমন এমন জঘন্য অপরাধ তিনি দিনের পর দিন করে আসছেন ।

এছাড়া পুলিশের পবিত্র পোশাক পরে তিনি সহ তার সহযোগীরা মানুষ কে হয়রানি করে মোটা টাকা হাতিয়ে নিচ্ছেন তার একাধিক প্রমাণ রয়েছে ।
মানুষ কে জিম্মি করা অপহরণ করা তার নিত্য দিনের কাজ ।

৬ ই আগস্ট বি এন পির সাবেক ছাত্র দলের সভাপতি রাসেলকে প্রকাশ্যে গুলি করেন যার ভিডিও ফুটেজ রয়েছে ।এমন কি রাসেল এর বাড়ি ভাংচুর ও লুটপাট করেছেন এই এই কুখ্যাত সন্ত্রাসী ।

২০০৫ সাল থেকে শুরু হয় তার এসব কর্মকাণ্ড একাধিক মামলা থাকার পরেও তিনি রয়েছেন বহাল তবিয়তে ।

জনমনে প্রশ্ন কে রয়েছেন নেপথ্যে?
যুব সমাজ আজ ধ্বংসের মুখে হাতের নাগালে পেয়ে যাচ্ছে মাদক দেখেও কেউ কিছুই করতে পারছেন না ।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ জানান, শামীম কে তিনি খুঁজছেন ।

বিষয় টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন বলে বিজ্ঞ মহল মনে করেন।