• ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ: রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ২, ২০২৫, ১৯:১১ অপরাহ্ণ
জুলাই নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ: রাশেদ প্রধান
সংবাদটি শেয়ার করুন....

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের অপপ্রচারকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলের মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানকে হাসিনাপুত্র জয় ‘জুলাই দাঙ্গা’ ও ‘বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়’ বলে অভিহিত করেছে। আওয়ামী লীগ এই মাসকে ‘চক্রান্ত’, ‘ধোঁকা’ ও ‘মিথ্যা’র প্রতীক বলে আখ্যা দিয়েছে। এমনকি তাদের নিষিদ্ধ সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভাষায় জুলাইকে আক্রমণ করেছে।”

রাশেদ প্রধান আরও বলেন, “আওয়ামী লীগ তার অপরাধ ও ব্যর্থতা ঢাকতে গিয়ে, হাজারো শহীদের রক্ত ও অর্ধলক্ষ আহত যোদ্ধার ত্যাগকে অপমান করেছে। এটি শুধু রাজনৈতিক নয়, একটি শাস্তিযোগ্য অপরাধ।”

তিনি এসব কথা বলেন জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে জাগপার মাসব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামের নিউ মার্কেট, রেল স্টেশন ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায়। তিনি আরও বলেন, “আওয়ামী লীগকে মনে রাখতে হবে—বাংলার মাটিতে ৫ আগস্ট তাদের রাজনৈতিক কবর রচিত হয়েছে। বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আর চলবে না। আওয়ামী লীগের অপরাজনীতি বাংলার জনগণ আর মেনে নেবে না। হিন্দুস্তানের আধিপত্যবাদ ও শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়েছে।”

রাশেদ প্রধান ঘোষণা দেন, “দেশব্যাপী গণসংযোগ চলবে এবং ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আমরা গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার সহযোগী এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার দাবি করছি।” পথসভায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, এ এম এম আনাছ, হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।