গাজা উপত্যকায় আজ বৃহস্পতিবার ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৩৩ জন ছিলেন ত্রাণ সংগ্রহ করতে আসা সাধারণ মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে মাঠপর্যায়ের চিকিৎসা সূত্রের বরাতে।
প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় একটি তাঁবুতে চালানো হামলায় একই পরিবারের ছয় সদস্যসহ ১৩ জন নিহত হন।
এছাড়া গাজা শহরের পশ্চিমে মুস্তাফা হাফেজ স্কুলে, যা একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সেখানে ইসরায়েলি হামলায় ১১ জন নিহত হন।
নাবুলসি রাউন্ডঅ্যাবাউট এলাকায় ত্রাণ সংগ্রহে আসা মানুষের ওপর গোলাবর্ষণে কমপক্ষে ৬ জন নিহত হন এবং আহত হন শতাধিক।
এছাড়া বেইত লাহিয়া শহরে আরেকটি হামলায় আরও ৩ জন প্রাণ হারান।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনির।
গাজার স্বাস্থ্যসূত্রগুলো জানিয়েছে, বিতর্কিত ইসরায়েল-মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণকেন্দ্রগুলোকেও হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিনা উস্কানিতে গুলিবর্ষণ ও বোমাবর্ষণে প্রতিনিয়ত নিহত হচ্ছেন নিরীহ ও অসহায় মানুষ।
এই মুহূর্তে গাজায় চরম মানবিক বিপর্যয় চলছে। খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা—সবকিছুরই মারাত্মক সংকট দেখা দিয়েছে।