আগামীতে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক এস, এম জাহাঙ্গীর হোসেন।
শুক্রবার বিকেলে (১১ জুলাই, ২০২৫) তুরাগের কামারপাড়া নতুন বাজার এলাকায় দলীয় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টি (সংক্ষেপে এনসিপি) “এনসিপি” নেতাদের উদ্দেশ্য করে বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন বলেন, আপনারা বয়সে ছোট এবং অল্প সময় ধরে রাজনীতি করেন। এছাড়া আপনাদের দলের বয়স কত? আপনারা নতুন করে রাজনীতিতে আসছেন, সেজন্য আপনাদের ভুল হতেই পারে। আমরা আপনাদের কে সহযোগিতা করছি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে, কোথাও কথা বলার সময় “অশোভন আচরণ” করলে তার শিক্ষা কি ভাবে দিতে হয় সেটা ও বাংলাদেশের মানুষ জানে। কিন্তু এই কথাটা সবাইকে মনে রাখতে হবে।
বিএনপি’র ধানের শীষ প্রতীক হল উন্নয়নের প্রতীক উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি একটি পুরানো দল। আমরা ১৯৭১ সাল থেকে শুরু করে দীর্ঘ প্রায় ৪৭ বছর ধরে রাজনীতি করে আসছে। দেশে মানুষ যতবার ভোট দিতে পেরেছে, তত বারই দেশের আপামর জনগন বিএনপিকে বেছে নিয়েছে।
এস,এম জাহাঙ্গীর বলেন, আপনারা বিএনপির নাম কথা বললে অনেক চিন্তা ভাবনা করে কথা বলবেন। তারেক রহমানের নীতি এ দেশের অনেক গভীরে আছে। মানুষের অধিকার কোন ভাবেই বঞ্চিত করা যাবে না। বাংলাদেশের মানুষ তাদের গনতন্ত্র ও ভোটাধিকার রক্ষা করবে। আমরা সে জন্য কাজ করে যাচ্ছি।
দলীয় সূত্রে জানা যায়, আজ ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগ থানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখার ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণের আয়োজন করা হয়েছে।
তুরাগ থানা বিএনপি এই কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচিটি তুরাগের কামারপাড়া নতুন বাজার থেকে শুরু হয়ে রাজাবাড়ি হয়ে হানিফ আলীর মোড়ে গিয়ে শেষ হয়।
দলীয় লিফলেট বিতরণে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তুরাগ থানা যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা আলমাস আলী, তুরাগ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময়, ৫৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৫২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মুজিবর, সাধারন সম্পাদক সিদ্দিক, তুরাগ থানা স্বেচ্ছাসেবক ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম দুলাল, সদস্য সচিব জামান, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফ, যুবদল নেতা হারুন অর রশীদ, কৃষক দলের আহবায়ক আনোয়ার, সদস্য সচিব সোহেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির, সিনিয়র সহ-সভাপতি রনি, তাতী দলের সভাপতি আলম, সাধারণ সম্পাদক রবিউল এবং তুরাগ থানার অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় মিছিলের নগরীতে পরিনত হয় তুরাগের কামারপাড়া নতুন বাজার ও রাজাবাড়ি এলাকা।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস, এম জাহাঙ্গীর হোসেন বিভিন্ন বাসা বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের মাঝে কুশল বিনিময় সহ দলীয় লিফলেট বিতরণ করেন। এসময় হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে ছিলেন। এছাড়া ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপির এই নেতা।