• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দেশজুড়ে আধিপত্য বিস্তারকারীদের তালিকা প্রস্তুত করছে পুলিশ: আইজিপি

মনির হোসেন জীবন
প্রকাশিত জুলাই ১৩, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
দেশজুড়ে আধিপত্য বিস্তারকারীদের তালিকা প্রস্তুত করছে পুলিশ: আইজিপি
সংবাদটি শেয়ার করুন....

সারা বাংলাদেশজুড়ে আধিপত্য বিস্তারকারীদের একটি তালিকা তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। তিনি জানান, দেশব্যাপী চাঁদাবাজি ও নৈরাজ্য দমনে পুলিশ এখন কঠোর অবস্থানে রয়েছে। আজ শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

আইজিপি বলেন, “সারাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায়, আধিপত্য বিস্তারকারীদের তালিকা প্রণয়নের কাজ চলছে। পুলিশ বাহিনী এরই মধ্যে এই বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, “সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে রাজনৈতিক দলগুলোর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।” আইজিপি বাহারুল আলম আরও মন্তব্য করেন, “গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল এখনও পুরোপুরি পুনঃস্থাপন হয়নি। এ কারণেই শতভাগ কার্যক্রম বাস্তবায়নে কিছুটা বিলম্ব হচ্ছে।”