• ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই শোডাউন

মনির হোসেন জীবন ::
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫, ১৪:২৪ অপরাহ্ণ
উত্তরায় তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করেই শোডাউন
সংবাদটি শেয়ার করুন....

অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণ আজও জেগে আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের দাবিতে আজ রাজধানীর উত্তরায় এই বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দলীয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

দলীয় সূত্রে জানা যায়, “সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য এবং শ্লোগানকে সামনে রেখে তৃণমূল বিএনপির উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর বিরুদ্ধে সরকারের মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে আজ উত্তরায় বিশাল একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এই দলীয় কর্মসূচির মধ্যে ছিল – সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ বিরোধী অবস্থানের প্রকাশ, বিএনপি’র নেতৃত্বের প্রতি আস্থার প্রকাশ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিবাদ।

জানা গেছে, আজ মঙ্গলবার বাদ আসর বিকাল ৫টায় উত্তরার আজমপুর আমির কমপ্লেক্স এর সামনে মেইন রোড থেকে শুরু হয়ে সাঈদ গ্রান্ড সেন্টার, হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার হয়ে ১২ নম্বর সেক্টরের খালপাড় এসে মিছিলটি সমাপ্তি হয়।

বৃষ্টির মধ্যে দলীয় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল অনেকটা চোখে পড়ার মত। এসময় বিএনপি নেতা আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলে অংশ গ্রহণ করেন।