• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

এই মুহূর্তে দগ্ধদের বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন ইনস্টিটিউট পরিচালক

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫, ১৯:০৭ অপরাহ্ণ
এই মুহূর্তে দগ্ধদের বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন ইনস্টিটিউট পরিচালক
সংবাদটি শেয়ার করুন....

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৮ জন, সিভিয়ার ১৩ জন এবং বাকি ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে চিকিৎসাধীন।

বুধবার দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন।

তিনি বলেন, ‘সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম জাতীয় বার্নে এসেছে। এখনো তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আহত রোগীদের বিদেশে নেয়ার কোনো পরিকল্পনা নেই।’