ঢাকায় বিমান বিধ্বস্ত, ফেনীতে বন্যা পরিস্থিতি এবং গোপালগঞ্জে সংঘর্ষের কারণে কারফিউ জারির প্রেক্ষিতে মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার চারদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এই পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার (২৩ জুলাই) এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১০ জুলাই সারাদেশে স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ১৪ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এছাড়া, গোপালগঞ্জে ১৫ জুলাই স্থগিত আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা ১৩ আগস্ট বুধবার নেওয়া হবে।
বিমান বিধ্বস্তের কারণে ২২ ও ২৪ জুলাই স্থগিত হওয়া পরীক্ষাগুলো যথাক্রমে ১৭ ও ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি ১৭ আগস্ট (রোববার) এবং বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথমপত্র (তত্ত্বীয়) ও তাজবীদ প্রথমপত্র (মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা ১৯ আগস্ট (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আলিমের ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।