পর্দা নেমে সাবেক ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লুসিএল)। শনিবার (২ আগস্ট) ফাইনালে পাত্তাই পায়নি পাকিস্তান চ্যাম্পিয়নস। ৯ উইকেটের বড় জয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস।
ফাইনালেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ৬০ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। ৪৭ বলে সেঞ্চুরি পূর্ণ করা ইনিংসটিতে চার মেরেছেন ১২টি, ছক্কা ৭টি। টুর্নামেন্টে এটি ছিল তার তৃতীয় সেঞ্চুরি।
ফাইনালের আগে ডি ভিলিয়ার্স ঝড়ো সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেও। তার এমন দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস শিরোপা জিতেছে। সেই সঙ্গে প্রায় সব ব্যক্তিগত পুরস্কারও নিজের করে নিয়েছেন ডি ভিলিয়ার্স।
টুর্নামেন্টে নিজের তৃতীয় সেঞ্চুরিতে শিরোপা জেতানোর পর স্বাভাবিকভাবেই ফাইনাল সেরা হয়েছেন ডি ভিলিয়ার্স। তবে এখানেই শেষ নয়, তার হাতে উঠেছে মাস্টার ব্লাস্টার অব দ্য ম্যাচ, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার আর গেম চেঞ্জার অব দ্য ম্যাচের পুরস্কারও।
অর্থাৎ, এক ম্যাচেই চারটি পুরস্কার জিতেছেন ডি ভিলিয়ার্স। ফাইনালের একমাত্র ব্যক্তিগত পুরস্কার যেটি অন্য কেউ পেয়েছেন, সেটি হচ্ছে পাকিস্তানের শারজিলের ‘ফ্যান ফ্যাবারিট লিজেন্ড’। এছাড়া টুর্নামেন্ট সর্বোচ্চ ৪৩১ রান ও ৩ সেঞ্চুরি করে ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন ডি ভিলিয়ার্সই।