• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো সরাসরি দেখাবে বিটিভি

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫, ১৬:৩০ অপরাহ্ণ
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো সরাসরি দেখাবে বিটিভি
সংবাদটি শেয়ার করুন....

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট, মঙ্গলবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান।

জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। দিনব্যাপী এ আয়োজনের সম্প্রচার শুরু হবে সকাল ১১টা থেকে।

সন্ধ্যায় সংসদ ভবনের সামনে থেকে সম্প্রচারিত হবে জুলাই শহীদদের স্মরণে ড্রোন শোর শৈল্পিক উপস্থাপন।

এ ছাড়া রাত ৯টায় মামুন মাহমুদের প্রযোজনায় প্রচারিত হবে জুলাই গণ-অভ্যুত্থানের ওপর বিশেষ আলোচনা অনুষ্ঠান।
ফারুক ওয়াসিফের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
রাত ১০টায় থাকছে আবদুল্লাহ আল মামুনের প্রযোজনায় নাটক ‘রাহুগ্রাস’।