• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষা উপদেষ্টার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ণ
শিক্ষা উপদেষ্টার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। উভয় দেশের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা উপদেষ্টা। সাক্ষাতে দুই দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

ফিলিস্তিনের শিক্ষার্থীরা যাতে বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ যে শিক্ষাবৃত্তির সুযোগ দিয়েছে, তার জন্য রাষ্ট্রদূত উপদেষ্টা ড. সি আর আবরারকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, বাংলাদেশের অবদান ফিলিস্তিন বিশেষভাবে মূল্যায়ন করছে এবং সেই সহযোগিতার ধারাবাহিকতায় ফিলিস্তিনের বর্তমান শিক্ষামন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফর করতে ইচ্ছা প্রকাশ করেছেন।

বর্তমানে গাজা উপত্যকায় চলমান সংকটের প্রেক্ষাপটে, সেখানে বাংলাদেশের ভূমিকা ও সহমর্মিতা উচ্চ প্রশংসার দাবি রাখে বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের শিক্ষায় প্রশিক্ষিত ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের সেবায় নিয়োজিত রয়েছেন, যা ফিলিস্তিনের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৃতজ্ঞতাসূচক।

তিনি আরও বলেন, বাংলাদেশের এই অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ফিলিস্তিন স্বাধীনতা অর্জন করলে, বাংলাদেশের ছাত্রছাত্রীদের ফিলিস্তিনে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।