• ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই শহীদ স্মরণে ৫ আগস্ট প্রথম প্রহরে উত্তরা মিডিয়া ক্লাবের ”প্রদীপ প্রজ্জলন”

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
জুলাই শহীদ স্মরণে ৫ আগস্ট প্রথম প্রহরে উত্তরা মিডিয়া ক্লাবের ”প্রদীপ প্রজ্জলন”
সংবাদটি শেয়ার করুন....

 ৪ আগস্ট, সোমবার রাত ১২টা ১ মিনিটে “উত্তরা ৩ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চে” উত্তরা মিডিয়া ক্লাবের উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান ও স্বপ্নের বাংলাদেশ” শীর্ষক একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে প্রথম প্রহরে “প্রদীপ প্রজ্জ্বলন” কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে, জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম খান ডলার, সহ-সভাপতি রাশেদুল হাসান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলাম সামসু, জুয়েল আনান, মুহাম্মদ ওবায়দুল্লাহ, মঈন আহমেদ, ইস্মত আরা মনি, আহসান হাবীব বাবু, আসাদ বিপ্লব, লাকী বেগমসহ অনেকে। সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।