• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ ১৫ আগস্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শেষ ১৫ আগস্ট
সংবাদটি শেয়ার করুন....

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির প্রথম পর্যায়ের শিক্ষার্থীদের আবেদনের সময় শেষ হবে আগামী শুক্রবার (১৫ আগস্ট)। সেদিন রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

আগের সূচি অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট। এরপর ফল প্রকাশের পর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও আবেদন করার সুযোগ থাকবে। যাচাই-বাছাই শেষে ভর্তির কাজ চলবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর।

গত ২৪ জুলাই একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এবারও আগের নিয়মেই আবেদন গ্রহণ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ভর্তিতে কোনো বাছাই পরীক্ষা হবে না (ঢাকার নটর ডেম কলেজসহ কিছু প্রতিষ্ঠান আদালতের নির্দেশে পরীক্ষা নিচ্ছে)। শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতেই ভর্তি করা হবে।

অনলাইনে আবেদন যেভাবে
শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে। ম্যানুয়ালি আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ফি দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দেওয়া যাবে। মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একজন শিক্ষার্থীকে একটি কলেজে ভর্তি করা হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন, প্রবাসীদের সন্তান এবং বিকেএসপি শিক্ষার্থীরা বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই করে ভর্তি নিশ্চিত করবে।

গ্রুপ নির্বাচন যেভাবে হবে
বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নিতে পারবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের শিক্ষার্থীরা এই দুই গ্রুপের যেকোনো একটি বেছে নিতে পারবে। দাখিল উত্তীর্ণ বিজ্ঞান শিক্ষার্থীরা তিনটি গ্রুপের যেকোনোটি এবং সাধারণ গ্রুপের শিক্ষার্থীরা মানবিক বা ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনোটি বেছে নিতে পারবে। ভর্তি হবে কেবল ফলাফলের ভিত্তিতে।

তিন ধাপে আবেদন, ফল প্রকাশ ও ভর্তি
প্রথম ধাপের আবেদন শেষ হওয়ার কথা ছিল ১১ আগস্ট। এখন চারদিন সময় বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। প্রথম ধাপের ফল প্রকাশ হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন, ফল প্রকাশ, নিশ্চয়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

কলেজে ভর্তি ফি
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মহানগরে সেশন চার্জ ও ভর্তি ফি মিলিয়ে সর্বোচ্চ ৫ হাজার টাকা নেওয়া যাবে। ঢাকা মহানগর ছাড়া অন্যান্য মহানগরে ৩ হাজার, জেলায় ২ হাজার এবং উপজেলা বা মফস্বল এলাকায় দেড় হাজার টাকা নেওয়া যাবে।

এমপিওভুক্ত নয় বা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে উন্নয়ন ফি, সেশন চার্জ ও ভর্তি ফি মিলিয়ে ঢাকা মহানগরে বাংলা ভার্সনে ৭৫০০ টাকা ও ইংরেজি ভার্সনে ৮৫০০ টাকা নেওয়া যাবে। অন্যান্য মহানগরে বাংলা ভার্সনে ৫ হাজার ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলা পর্যায়ে বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা, উপজেলা বা মফস্বলে বাংলা ভার্সনে ২৫০০ ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা নেওয়া যাবে।

আসন বণ্টন
নীতিমালা অনুযায়ী, ভর্তির জন্য ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে পূরণ হবে। বাকি ৭ শতাংশের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, অধীনস্থ দপ্তর-কর্মচারীদের জন্য ১ শতাংশ এবং মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ সংরক্ষিত থাকবে। প্রাপ্য প্রার্থী না থাকলে মেধা তালিকা থেকে ভর্তি করতে হবে। কোনো আসন শূন্য রাখা যাবে না।