• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
সংবাদটি শেয়ার করুন....

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এএফপির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানায়, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে।

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বিভিন্ন সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। ইরান সমর্থিত এ গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে।

এর আগে গতকাল হুতি বিদ্রোহীরা ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হামলার দাবি করে। এক বিবৃতিতে তারা জানায়, হাইফা, নেগেভ, উম্মে আল-রাশরাশ এবং বেয়ারশেবা শহরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালানো হয়েছে।