• ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ১৫:৪২ অপরাহ্ণ
সুখবর পাচ্ছেন ৪১ হাজার বেসরকারি শিক্ষক
সংবাদটি শেয়ার করুন....

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ তৈরির কাজ সম্পন্ন করেছে। ইতোমধ্যে চূড়ান্ত সুপারিশের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি।

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের অনুমোদন মিললেই সোমবার (১৮ আগস্ট) অথবা আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) ৪১ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রেখেই ৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশের আবেদন করেছে এনটিআরসিএ। সংস্থার চেয়ারম্যান আমিনুল ইসলাম রোববার আবেদন নিয়ে মন্ত্রণালয়ে যান। এরই মধ্যে শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান আবেদনে অনুমোদন দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার শিক্ষা উপদেষ্টার দফতরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল উঠবে। উপদেষ্টার অনুমোদন মিললে সোমবারই সুপারিশ প্রকাশ করা হবে। তবে অনুমোদনে বিলম্ব হলে এক দিন পর মঙ্গলবার নিয়োগের সুপারিশ আসতে পারে।

এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, “৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে। সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। খুব শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

গত ১৬ জুন এনটিআরসিএ এক লাখের বেশি শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন গ্রহণ শুরু হয় ২২ জুন এবং শেষ হয় ১০ জুলাই রাত ১২টায়। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন ৫৭ হাজারের বেশি প্রার্থী। অথচ বিজ্ঞপ্তি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট এক লাখ ৮২২টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা রয়েছে। ফলে প্রায় অর্ধেকের মতো পদ শূন্য থেকে যাবে।